পরিসংখ্যান ২য় পত্র ৯ম অধ্যায় প্রশ্নোত্তর

পরিসংখ্যান ২য় পত্র ৯ম অধ্যায় প্রশ্নোত্তর: আমরা জানি কোন একটি দেশের জন্য জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হলে যেমন অভিশাপ তেমনি জনসংখ্যার বৃদ্ধি যদি ঋণাত্মক হয় তাও আবার বিপদজনক। এ কারণে যেকোন অঞ্চলের বা সম্প্রদায়ের বা দেশের জনসংখ্যার জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদি দ্বারা কি পরিমাণে বৃদ্ধি পায় বা হ্রাস পায় ইত্যাদির বিচার বিশ্লেষণে জীবন পরিসংখ্যান ব্যবহৃত হয়।


পরিসংখ্যান ২য় পত্র ৯ম অধ্যায় প্রশ্নোত্তর

প্রশ্ন-১. জীব পরিসংখ্যান (বা জন পরিসংখ্যান) Vital statistics কাকে বলে?
উত্তর: পরিসংখ্যানের যে শাখায় মানবজাতির জীবন সম্বন্ধীয় ঘটনা যেমন জন্ম, মৃত্যু, বিবাহ, জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর ইত্যাদির তথ্য সংগ্রহ ও তাদের নিয়মকানুন বিশ্লেষণ করা হয় তাকে জীব পরিসংখ্যান বলে।

প্রশ্ন-২. লিঙ্গ অনুপাত কাকে বলে?
উত্তর: কোনে দেশের মোট পুরুষ ও মোট মহিলার সংখ্যার অনুপাতকে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায়, তাকে লিঙ্গ অনুপাত বলে।

প্রশ্ন-৩. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?
উত্তর: কোন দেশের বা ভৌগোলিক অঞ্চলের জনসংখ্যাকে ঐ দেশের বা ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে জনসংখ্যার ঘনত্ব বলে।

প্রশ্ন-৪. সাধারণ প্রজনন হার কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে মোট জীবন্ত শিশু জন্মের সঙ্গে মোট সন্তান ধারণে সক্ষম মহিলাদের অনুপাত 1000 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায়, তাকে সাধারণ প্রজনন হার বলে।

প্রশ্ন-৫. অশোধিত জন্মহার কাকে বলে?
উত্তর: কোন নির্দিষ্ট বৎসরে প্রতি হাজার জনসংখ্যার বিপরীতে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যাকে অশোধিত জন্মহার বলে।

প্রশ্ন-৬. স্থূল সংজনন হার (GRR) কাকে বলে?
উত্তর: কন্যা সন্তানদের ওপর ভিত্তি করে মহিলাদের বয়স ভিত্তিক প্রজনন হারের সমষ্টিকে স্থূল সংজনন হার বলা হয়।

প্রশ্ন-৭. নীট সংজনন হার (NRR) কী?
উত্তর: একদল মহিলা তাদের পুরো প্রজননকালে যতজন জীবিত কন্যা সন্তান প্রসব করে যাদের মধ্যে বাস্তবে গড়ে যতজন নিজেদের পুরো প্রজননকাল বেঁচে থাকে তার সংখ্যকে নীট সংযোজন হার বলে। সাধারণত এই হার প্রতি হাজার জনে হিসাব করা হয়।

প্রশ্ন-৮. নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে?
উত্তর: কোনো জনসংখ্যার যেই অংশ জীবনযাত্রার জন্যে অর্থনৈতিকভাবে সক্রিয় জনগোষ্ঠীর ওপর নির্ভরশীল, তাকে নির্ভরশীল জনসংখ্যা বলে।

প্রশ্ন-৯. নির্ভরশীলতার অনুপাত কাকে বলে?
উত্তর: কোনো জনগোষ্ঠীর অর্থনৈতিকভাবে মোট উৎপাদনশীল (15-64 বছর বয়সী) ব্যক্তির সংখ্যা দ্বারা মোট নির্ভরশীল (15 এর কম এবং 64 এর বেশি বয়সী) ব্যক্তির সংখ্যাকে ভাগ করে শতকরায় প্রকাশ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে উক্ত জনগোষ্ঠীর নির্ভরশীলতার অনুপাত বলে।

প্রশ্ন-১০. সংজনন বা পুনরুৎপাদন হার কী?
উত্তর: যদি একজন সন্তান ধারণে সক্ষম মহিলা প্রজনন বয়সসীমা পর্যন্ত জীবিত থাকেন এবং সন্তান প্রসব করে থাকেন তবে তিনি যত সংখ্যক জীবিত কন্যা সন্তান প্রসব করেন তাকে সংজনন হার বলে।

প্রশ্ন-১১. নীট প্রজনন হার কাকে বলে?
উত্তর: কোনো দেশে বা এলাকায় এক বৎসর সময়ের মধ্যে সন্তান ধারণে সক্ষম প্রতিটি বয়স শ্রেণির মহিলাদের দ্বারা মোট জীবন্ত শিশু জন্মের সংখ্যা এবং ঐ শ্রেণির মোট অনুপাতকে মহিলাদের নিদিষ্ট বয়স পর্যন্ত বাঁচার সম্ভাবনা দ্বারা গুণ করে সমষ্টি নির্ণয় করা হলে তাকে নীট প্রজনন হার বলে।

প্রশ্ন-১২. অশোধিত মৃত্যুহার কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে মোট মৃত্যু সংখ্যাকে ঐ সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে 1000 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকে অশোধিত বা স্থূল মৃত্যুহার বলে।

প্রশ্ন-১৩. বয়সভিত্তিক বা বয়ক্রমিক মৃত্যুহার কাকে বলে?
উত্তর: কোনো দেশ বা এলাকার কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট বয়স শ্রেণির মোট মৃত্যু সংখ্যা এবং ঐ বয়স শ্রেণির মোট জনসংখ্যার অনুপাতকে বয়সভিত্তিক বা বয়ঃক্রমিক বা বয়ঃনির্দিষ্ট মৃত্যুহার বলে।

প্রশ্ন-১৪. স্থানান্তর কী?
উত্তর: স্থানান্তর বলতে অবস্থানের পরিবর্তনকে বোঝায়। একটি দেশের মানুষ যখন নিজ দেশের ভৌগোলিক সীমার মধ্যে বা বাইরে বিভিন্ন কারণে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের নিমিত্তে গমনাগমন করে, তখন তাকে স্থানান্তর বলে।

প্রশ্ন-১৫. জনসংখ্যা বৃদ্ধির হার কাকে বলে?
উত্তর: সময়ের পরিবর্তনের সাথে কোনো স্থানের জনসংখ্যা শতকরা যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে জনসংখ্যা বৃদ্ধির হার বলে।


আরও দেখুন: পরিসংখ্যান ২য় পত্র ৭ম অধ্যায় প্রশ্নোত্তর

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি ভালো লেগেছে। কোথাও বুঝতে সমস্যা হলে বা আরও কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *