পরিসংখ্যান ২য় পত্র ৮ম অধ্যায় প্রশ্নোত্তর

পরিসংখ্যান ২য় পত্র ৮ম অধ্যায় প্রশ্নোত্তর: মানুষ জন্মলগ্ন থেকেই নমুনায়নের সাথে সম্পর্কযুক্ত। ধরা যাক, মা রান্নাঘরে ভাত রান্না করছেন। কিন্তু নির্দিষ্ট সময় পরপর তিনি চামচে করে অল্প কিছু নিয়ে পরীক্ষা করছেন তা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কি-না।

অর্থাৎ ভাত রান্না সম্পূর্ণ হয়েছে কি-না তা জানতে মা প্রতিটি ভাত টিপে টিপে না দেখে দৈবভাবে চামচে কিছু অংশ নিয়ে তা পরীক্ষা করছেন। এই সমগ্র অংশকে না নিয়ে কেবল তার একটি প্রতিনিধিত্বমূলক অংশ নিয়ে পরীক্ষা করে সম্পূর্ণ অংশের ওপর সিদ্ধান্ত গ্রহণ করাই হলো নমুনায়ন।


পরিসংখ্যান ২য় পত্র ৮ম অধ্যায় প্রশ্নোত্তর

প্রশ্ন-১. সমগ্রক একক কাকে বলে?
উত্তর: কোনো একটি সমগ্রকের উপাদানগুলোর প্রত্যেকটিকে এক একটি সমগ্রক একক বলে।

প্রশ্ন-২. নমুনাজ ত্রুটি কী?
উত্তর: কোনো একটি সমগ্রক সম্বন্দ্বে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ত্রুটি নমুনায়নের মাধ্যমে ঘটে থাকে তাকে নমুনাজ ত্রুটি বলে।

প্রশ্ন-৩. অনমুনাজ ত্রুটি কী?
উত্তর: কোনো একটি সমগ্রক সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেসব ত্রুটি নমুনায়নের মাধ্যম ব্যতীত অন্য কোনো কারণে সংগঠিত হয় তাকে অনমুনাজ ত্রুটি বলে।

প্রশ্ন-৪. আদমশুমারিতে কোন ধরনের জরিপ করা হয়?
উত্তর: আদমশুমারিতে শুমারি জরিপ করা হয়।

প্রশ্ন-৫. সরল দৈব নমুনায়ন কী?
উত্তর: যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের এককগুলো দৈবভাবে সমান সম্ভাবনা সহকারে নমুনায় নির্বাচিত হয় তাকে সরল দৈব নমুনায়ন বলে।

প্রশ্ন-৬. সমগ্রক কাকে বলে?
উত্তর: কোনো বিষয়ে গবেষণার কাজে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল সম্ভাব্য এককের বা উপাদানের সেটকে সমগ্রক বা তথ্যবিশ্ব বলা হয়।

প্রশ্ন-৭. সসীম সমগ্রক কাকে বলে?
উত্তর: যে সমগ্রকে নির্দিষ্ট সংখ্যক একক বা উপাদান থাকে অর্থাৎ যার উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সমগ্রক বলে।

প্রশ্ন-৮. অসীম সমগ্রক কাকে বলে?
উত্তর: যে সমগ্রকের একক বা উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সমগ্রক বলে।

প্রশ্ন-৯. নমুনা কাকে বলে?
উত্তর: সমগ্রক হতে নির্বাচিত একটি অংশ বিশেষ যা সমগ্রকের সকল উপাদানের প্রতিনিধিত্বকারী তাকে নমুনা বলে।

প্রশ্ন-১০. কাঠামো কাকে বলে?
উত্তর: কোনো সমগ্রকের সকল এককের বা উপাদানের তালিকাকে কাঠামো বলে।

প্রশ্ন-১১. পরামিতি কাকে বলে? 
উত্তর: কোনো, সমগ্রকের এক বা একাধিক বৈশিষ্ট্যের পরিমাপক যা ঐ সমগ্রকের আকার ও আকৃতি নির্ধারণ করে তাই পরামিতি।

প্রশ্ন-১২. নমুনাজমান কী?
উত্তর: নমুনাজমান হলো নমুনার একক সমূহের অপেক্ষক যার সাহায্যে সমগ্রকের পরামিতি প্রাক্কলন করা হয়।

প্রশ্ন-১৩. শুমারি জরিপ কাকে বলে?
উত্তর: সমগ্রকের এক বা একাধিক বৈশিষ্ট্য পরিমাপ করতে যদি সমগ্রকের সকল একক থেকে তথ্য সংগ্রহ করা হয় তবে এ অনুসন্ধান বা জরিপকে শুমারি জরিপ বা মোট গণনা বলা হয়।

প্রশ্ন-১৪. নমুনা জরিপ কাকে বলে?
উত্তর: সমগ্রকের কোনো বৈশিষ্ট্য পরিমাপের জন্যে যখন তার প্রতিনিধিত্বশীল কোনো নমুনার এককগুলো থেকে উত্ত বৈশিষ্ট্যের ওপর তথ্য সংগ্রহ করে মন্তব্য করা হয় তখন তাকে নমুনা জরিপ বলে।

প্রশ্ন-১৫. পুনঃস্থাপন করে নমুনায়নের সংজ্ঞা দাও।
উত্তর: যে সরল দৈব নমুনায়ন পদ্ধতিতে নমুনার প্রতিটি একককে সমগ্রক হতে নির্বাচিত করার পর পুনরায় সমগ্রকে ফেরত পাঠানো বা স্থাপন করা হয়, তাকে পুনঃস্থাপন করে নমুনায়ন বলে।

প্রশ্ন-১৬. পুনঃস্থাপন না করে নমুনায়ন এর সংজ্ঞা দাও।
উত্তর: যে নমুনায়ন পদ্ধতিতে নির্বাচিত এককগুলোকে আর সমগ্রকে ফেরত পাঠানো বা পুনঃস্থাপন করা হয় না তাকে পুনঃস্থাপন না করে নমুনায়ন বলে।

প্রশ্ন-১৭. প্রাক জরিপ কাকে বলে?
উত্তর: যে সমগ্রক থেকে তথ্য সংগ্রহ করা হবে সেই সমগ্রকের উপর মূল জরিপের আগে ক্ষুদ্র পরিসরের জরিপকে প্রাক জরিপ বলা হয়।

প্রশ্ন-১৮. দৈব (সম্ভাবনা) নমুনায়ন কাকে বলে?
উত্তর: দৈব বা সম্ভাবনা নমুনায়ন হলো সেই জাতীয় নমুনায়ন যেখানে সমগ্রকের প্রতিটি উপাদান নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান থাকে।

প্রশ্ন-১৯. ধারাবাহিক নমুনায়ন কী?
উত্তর: যে নমুনায়নে ১ম উপাদানটি দৈবভাবে এবং বাকি উপাদানগুলো সমগ্রকের উপাদানগুলোর তালিকা থেকে সমদূরত্বে অবস্থিত উপাদানগুলোকে ধারাবাহিকভাবে নির্বাচন করা হয় তাকে ধারাবাহিক নমুনায়ন বলা হয়।

প্রশ্ন-২০. স্তরিত নমুনায়ন কাকে বলে?
উত্তর: যে নমুনায়নে সমগ্রককে তার উপাদানগুলোর কোন সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো অংশে বা স্তরে বিভক্ত করা হয় এবং পরবর্তীতে ঐ অংশগুলো হতে দৈব নমুনায়নের মাধ্যমে নমুনা চয়ন করা হয়, তাকে স্তরিত নমুনায়ন বলা হয়।

প্রশ্ন-২১. প্রশ্নমালা কী?
উত্তর: কোন পরিসাংখ্যিক অনুসন্ধান বা গবেষণার তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অনুসন্ধান বিষয়ক প্রয়োজনীয় প্রশ্নের সমাহারকে পরিসংখ্যানে প্রশ্নমালা বলে।


আরও দেখুন: পরিসংখ্যান ২য় পত্র ৭ম অধ্যায় প্রশ্নোত্তর

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি ভালো লেগেছে। কোথাও বুঝতে সমস্যা হলে বা আরও কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *