পরিসংখ্যান ২য় পত্র ৭ম অধ্যায় প্রশ্নোত্তর
পরিসংখ্যান ২য় পত্র ৭ম অধ্যায় প্রশ্নোত্তর: আমরা জানি, পরিসংখ্যানীয় তথ্যের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে গাণিতিক গড়, পরিমিত ব্যবধান, বঙ্কিমতা, সংশ্লেষাঙ্ক ইত্যাদি দ্বারা পরিমাপ করা হয়। কিন্তু বাস্তবে দেখা যায় কখনো কখনো সময় বা স্থান পরিবর্তনের সাথে সাথে কিছু চলকের সৃষ্টি হয় এবং এক্ষেত্রে সৃষ্ট একটি চলকের সাথে অপর চলকের বা পরস্পর সম্পর্কিত চলকসমূহের বিভিন্ন অবস্থায় গড় মানের পরিবর্তনের হার নির্ণয়ের প্রয়োজন হয়।
পরিসংখ্যান ২য় পত্র ৭ম অধ্যায় প্রশ্নোত্তর
প্রশ্ন-১. সূচক সংখ্যা কাকে বলে?
উত্তর: যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে আমরা সময়, স্থান বা অন্য কোন বৈশিষ্ট্যের সাপেক্ষে একটি বা একসারি চলকের মূল্য বা পরিমাণ বা মূল্যমানের পরিবর্তনকে পরিমাপ করতে পারি তাকে সূচক সংখ্যা বলে।
প্রশ্ন-২. ভিত্তি বছর ও চলতি বছর কাকে বলে?
উত্তর: যে বছরের সাথে তুলনা করে সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরকে ভিত্তি বছর বলে। আর যে বছরের জন্য সূচক সংখ্যা নির্ণয় করা হয় সে বছরকে চলতি বছর বলে।
প্রশ্ন-৩. মূল্য সূচক সংখ্যা কাকে বলে?
উত্তর: যে সূচক সংখ্যা সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের পরিবর্তনের ফলে বিভিন্ন দ্রব্যের মূল্যের পরিবর্তনের পরিমাপ করে তাকে মূল্য সূচক সংখ্যা বলে।
প্রশ্ন-৪. পরিমাণ সূচক সংখ্যা কাকে বলে?
উত্তর: যে সূচক সংখ্যা সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের পরিবর্তনের ফলে একটি বা একাধিক দ্রব্যের পরিমাণগত পরিবর্তন পরিমাপ করে তাকে পরিমাণ সূচক সংখ্যা বলে।
প্রশ্ন-৫. মূল্যমান সূচক সংখ্যা কাকে বলে?
উত্তর: একটি দ্রব্যের মূল্য এবং পরিমাণ এর গুণফলকে ঐ দ্রব্যের মূল্যমান বলা হয় আবার যে সূচক সংখ্যা সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের পরিবর্তনের ফলে কোন দ্রব্যের মূল্যমানের পরিবর্তন পরিমাপ করে তাকে মূল্যমান সূচক সংখ্যা বলে।
প্রশ্ন-৬, ভার আরোপিত সূচক সংখ্যা কাকে বলে?
উত্তর: সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে পরিবর্তনশীল উপাদানগুলোতে যখন যথার্থ ভার ব্যবহার করা সম্ভব হয় তখন নির্ণয়কৃত সূচক সংখ্যাকে ভার আরোপিত সূচক সংখ্যা বলা হয়।
প্রশ্ন-৭. আপেক্ষিক মূল্য কাকে বলে?
উত্তর: চলতি বছরের দ্রব্য মূল্যকে ভিত্তি বছরের একই দ্রব্যের মূল্য দ্বারা ভাগ করা হলে তাকে আপেক্ষিক মূল্য বলে।
প্রশ্ন-৮. সময় পাল্টানো পরীক্ষা কাকে বলে?
উত্তর: যে পরীক্ষায় সূচক সংখ্যার সময়ের পরিবর্তন অর্থাৎ ভিত্তি ও চলতি বছর পরস্পর পরিবর্তন করে যে সূচক সংখ্যা নির্ণয় করা হয়, তবে সূচক সংখ্যাদ্বয় পরস্পর গুণাত্মক বিপরীত হবে, তাকে সময় পাল্টানো পরীক্ষা (TRT) বুঝায়।
প্রশ্ন-৯. উপাদান পাল্টানো পরীক্ষা কাকে বলে?
উত্তর: যে পরীক্ষায় মূল্য ও পরিমাণের বিনিময় করে যে মূল্য ও পরিমাণ সূচক সংখ্যা পাওয়া যায় উহাদের গুণফল মূল্যমান সূচক সংখ্যার সমান হবে, তাকে উপাদান পাল্টানো পরীক্ষা (FRT) বুঝায়।
প্রশ্ন-১০. জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা কাকে বলে?
উত্তর: কোন একটি বিশেষ অর্থনৈতিক শ্রেণির বা সম্প্রদায়ের লোকদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরে যে পরিবর্তন সূচিত হয় তা পরিমাপ করার পরিসাংখ্যিক পদ্ধতিকে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা বলে।
প্রশ্ন-১১. আদর্শ সূচক কাকে বলে?
উত্তর: যে সূচক সংখ্যা সবচেয়ে প্রতিনিধিত্বকারী মান প্রদান করে এবং সূচক সূত্রের যাচাই পরীক্ষা (যেমনঃ সময় ও উপাদান পাল্টানো পরীক্ষায়) উত্তীর্ণ হয়, তাকেই আদর্শ সূচক সংখ্যা বলা হয়।
আরও দেখুন: পরিসংখ্যান ২য় পত্র ১ম অধ্যায় প্রশ্নোত্তর
আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি ভালো লেগেছে। কোথাও বুঝতে সমস্যা হলে বা আরও কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।