পরিসংখ্যান ১ম পত্র ৮ম অধ্যায় প্রশ্নোত্তর

পরিসংখ্যান ১ম পত্র ৮ম অধ্যায় প্রশ্নোত্তর: বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোতে বাজার দর, শেয়ার বাজার, খেলাধুলা, আবহাওয়াসহ বিভিন্ন পরিসংখ্যান প্রকাশ করা হয়ে থাকে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি এবং আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে এবং জাতীয় স্বার্থে বিভিন্ন ধরনের পরিসাংখ্যিক তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে। এগুলোকেই বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান বলে।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS), বিভিন্ন মন্ত্রণালয় ইত্যাদির মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানকে সরকারি পরিসংখ্যান বলে। আবার বিভিন্ন আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ব্যাংক ইত্যাদির মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানকে আধাসরকারি পরিসংখ্যান বলে। আর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেমন: বিভিন্ন এনজিও, চেম্বার অব কমার্স ইত্যাদির মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানকে বেসরকারি পরিসংখ্যান বলে।


পরিসংখ্যান ১ম পত্র ৮ম অধ্যায় প্রশ্নোত্তর

প্রশ্ন-১. ‘সঠিক তথ্যের অভাবই বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা’- ব্যাখ্যা কর।

উত্তর: বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের প্রধান সীমাবদ্ধতা হলো ত্রুটিপূর্ণ তথ্য। অনেক ক্ষেত্রেই পরিসংখ্যানে জ্ঞানহীন ও অদক্ষ লোক দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রাহকের উদাসীনতা, ভুল তথ্য সংগ্রহ পদ্ধতি, পুরাতন নমুনা কাঠামো ব্যবহার, অসততা ইত্যাদি কারণে তথ্য ত্রুটিপূর্ণ হয়। ফলে সঠিক তথ্য লাভ করা যায় না। তাই বলা যায় যে, “সঠিক তথ্যের অভাবই বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা।”

প্রশ্ন-২. বাংলাদেশের কৃষি পরিসংখ্যান ব্যাখ্যা কর।

উত্তর: কৃষি পরিসংখ্যানে সাধারণত ফসলী জমির পরিমাণ, ফসল উৎপাদন, পশু, মৎস্য ও বন সম্পদের বিভিন্ন তথ্যাবলী প্রকাশিত হয়ে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কৃষি পরিসংখ্যানের প্রধান উৎস। ব্যুরোর মাধ্যমে দেশে মোট উৎপাদিত শস্যের পরিমাণ, মোট আবাদি-অনাবাদি জমির পরিমাণ, সেচ ব্যবস্থা, সারের উৎপাদন ও বিপণন, গৃহপালিত পশু সংখ্যা, বনায়ন, মৎস্য সম্পদ, কৃষিজ পণ্যের মূল্য, কৃষি শ্রমিকের যোগান ও মজুরী ইত্যাদি বিষয়ে তথ্য পাওয়া যায়।

পরিসংখ্যান ব্যুরো ছাড়াও কৃষি উন্নয়ন কর্পোরেশন, মৎস্য বিভাগ, বন বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি পণ্য বিপণন এবং তথ্য কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয় ইত্যাদি নিয়মিতভাবে কৃষিভিত্তিক তথ্যাদি সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে থাকে।

প্রশ্ন-৩, পরিবার পরিকল্পনার সাফল্য সম্পর্কিত পরিসংখ্যান কোন ধরনের পরিসংখ্যান? ব্যাখ্যা কর।

উত্তর: পরিবার পরিকল্পনার সাফল্য সম্পর্কিত পরিসংখ্যান হলো জনসংখ্যা ও জন পরিসংখ্যান। স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়, জনসংখ্যা নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য দপ্তর প্রভৃতির মাধ্যমে জন্ম-মৃত্যু, রোগ-ব্যাধি, চিকিৎসা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ইত্যাদি বিষয়ক তথ্য সংগ্রহ করে। এই তথ্য সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক রিপোর্ট আকারে প্রকাশিত হয়ে থাকে। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগ এবং পরিবার পরিকল্পনার সাফল্য সম্পর্কিত তথ্য জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে।

প্রশ্ন-৪. বাংলাদেশ ব্যাংক এর কাজ বর্ণনা কর।

উত্তর: বাংলাদেশের সরকারি পরিসংখ্যানের একটি অন্যতম উৎস হলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং, ঋণ সংক্রান্ত ও মুদ্রা সংক্রান্ত সকল প্রকাশের জন্যে এটিই মূল উৎস। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ নামে একটি আলাদা শাখা আছে, যা সরকারি ঋণ, মুদ্রা, বৈদিশিক বিনিময়, লেনদেনের ভারসাম্য ইত্যাদি প্রায় সকল বিষয়ে তথ্য সংগ্রহ, প্রকাশ ও বিশ্লেষণ করে থাকে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ নিয়মিতভাবে বার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক প্রতিবেদন প্রকাশ করে থাকে।

প্রশ্ন-৫. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভূমিকা ব্যাখ্যা কর? 

উত্তর: বাংলাদেশের সর্ববৃহৎ পরিসংখ্যানিক প্রতিষ্ঠান এবং সরকারি পরিসংখ্যান সংক্রান্ত নীতি নির্ধারণ ও বাস্তবায়নের। মূল সংস্থা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (B.B.S)। এটি বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে পরিসংখ্যান সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ ও প্রকাশ করে থাকে। বর্তমানে এই প্রতিষ্ঠানের 23টি আঞ্চলিক কার্যালয় এবং 483টি থানা কার্যালয় আছে। এর প্রধান উদ্দেশ্য হলো দেশের আদমশুমারি, কৃষিশুমারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ ও সমন্বয় সাধন করা।

প্রশ্ন-৬. আর্থিক পরিসংখ্যান কী? ব্যাখ্যা কর।

উত্তর: এই পরিসংখ্যানে জাতীয় আয়, মুদ্রার মান, বিনিময় হার, আয়কর, রাজস্ব আয়-ব্যয় ইত্যাদি প্রকাশ করা হয়। দেশের জাতীয় বাজেট একটি আর্থিক পরিসংখ্যান হিসাবে বিবেচিত হয়। আর্থিক পরিসংখ্যানসমূহ মূলত বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত হয়। এছাড়া রাষ্ট্রায়ত্ব ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিভিন্ন বীমা কোম্পানী আর্থিক পরিসংখ্যান প্রকাশ করে থাকে।

প্রশ্ন-৭. বাণিজ্য পরিসংখ্যান কী? ব্যাখ্যা কর।

উত্তর: ব্যবসা-বাণিজ্য ও আমদানি রপ্তানি সংক্রান্ত তথ্যাবলী বাণিজ্য পরিসংখ্যানে প্রকাশিত হয়। বাংলাদেশে বাণিজ্য পরিসংখ্যান প্রধানত পরিসংখ্যান ব্যুরো প্রকাশ করলেও আমদানি-রপ্তানি ব্যুরো, পাট বোর্ড, চা বোর্ড, পোর্ট ট্রাস্ট, বিপণন বিভাগ ইত্যাদি তাদের নিজ নিজ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত তথ্যাদি নিয়মিতভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকে।

প্রশ্ন-৮. শিল্প ও শ্রম পরিসংখ্যান কী? ব্যাখ্যা কর।

উত্তর: এই পরিসংখ্যানে শিল্প ও শ্রম সংক্রান্ত তথ্যাবলী যেমন: ক্ষুদ্র ও কুটির শিল্প তথ্য, খনিজ সম্পদ, শ্রমিকের সংখ্যা, বিনিয়োগ, মজুরি, শ্রমিক ইউনিয়নের কার্যাবলি, আয়-ব্যয়, কর্মসংস্থান, স্থায়ী সম্পদের পরিমাণ, উৎপাদিত পণ্যের তালিকা প্রকাশিত হয়। এই পরিসংখ্যানের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়।

প্রশ্ন-৯. শিক্ষা ও সামাজিক পরিসংখ্যান কী? ব্যাখ্যা কর।

উত্তর: বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (BANBEIS) শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রকাশ করে। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোও শিক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করে থাকে। শিক্ষা পরিসংখ্যানে শিক্ষা বিষয়ক খবরাদি যেমন: দেশের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা, বিভিন্ন পর্যায়ে ছাত্র-ছাত্রী সংখ্যা, শিক্ষক সংখ্যা, শিক্ষার হার, শিক্ষার মান ইত্যাদি তথ্য থাকে।

সামাজিক বিভিন্ন কার্যক্রমের তথ্যাবলী যেমন: দেশের আত্মহত্যার সংখ্যা ও কারণ, খুন, চুরি-ডাকাতি, হত্যার সংখ্যা, বিবাহ, বিবাহ-বিচ্ছেদ ইত্যাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হয়। বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানিক প্রকাশনাগুলো যে তথ্য সরবরাহ করে তাতে প্রায়শই বিচ্যুতি থেকে যায়। আবার অনেক সময় প্রকাশনাগুলো পর্যাপ্ত তথ্যের সরবরাহও নিশ্চিত করতে পারে না।

প্রশ্ন-১০. প্রকাশিত পরিসংখ্যানের কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম লিখ।

উত্তর: কৃষি ও খাদ্য সংস্থা (FAO), আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), জাতিসংঘ বাণিজ্য সংস্থা (UNCTAD), বিশ্ব ব্যাংক (WB) ইত্যাদি সংস্থা বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়নের রিপোর্ট প্রকাশ করে থাকে।


আরও দেখুন: পরিসংখ্যান ১ম পত্র ১ম অধ্যায় প্রশ্নোত্তর

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি ভালো লেগেছে। কোথাও বুঝতে সমস্যা হলে বা আরও কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *